চারচাকা গাড়িতে যাত্রীবাহীট্রেনের ধাক্কা



।ঘটলো ভয়াবহ দুর্ঘটনা একটি চারচাকা গাড়িতে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা।

 শুক্রবার সন্ধ্যায় অসমের গোলকগঞ্জের বানিয়া মাড়িতে দুর্ঘটনাটি ঘটে।
 অসমগামী ডেমো যাত্রীবাহী ট্রেনের নিচে চাপা পড়ে একটি চারচাকা গাড়ি।
অভিযোগ,সেই স্থানে কোন রেলগেট না থাকার জন্য গাড়ির চালক ট্রেনটিকে লক্ষ্য করতে পারেনি। রেললাইন পার হওয়ার সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। গাড়িটিতে দুজন আরোহী রয়েছে বলে,মনে করা হচ্ছে। এক জন যাত্রীর বাড়ী নালিয়া, নাম দিলদার হোসেন বলে জানা গেছে। 
চলছে উদ্ধার কাজ দ্রুত বেগে।
ঘটনাস্থলে ইতিমধ্যে রেলওয়ে আধিকারিক থেকে শুরু করে , চিকিৎসকরা সেখানে উপস্থিত হয়েছেন।

কতজনের মত্যু হয়েছে,এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ