তিনজন নির্দল প্রার্থী এবং তাদের সমর্থকদের মোট ছয়জনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস


আলিপুরদুয়ারঃ- আলিপুরদুয়ার পৌরসভার বিক্ষুব্ধ তৃণমূল নেতা কর্মী যারা নির্দল হয়ে ভোটে লড়াই করছেন এমন তিনজন নির্দল প্রার্থী এবং তাদের সমর্থকদের মোট ছয়জনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।শুক্রবার তৃণমূল জেলা কারয‍্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের জেলা নেতৃত্ব জানান আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে আমাদের দলীয় কর্মী যারা নির্দল হয়ে দাড়িয়েছে তাদের এবং তাদের সমর্থকদের আমরা বহিষ্কার করলাম । 
এদিন পুলক মিত্র,ঝুমা মিত্র, গৌতম তালুকদার,গারগী তালুকদার,মায়া মজুমদার, স্বপন মজুমদার এই ছয় জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ‍্যে গারগী তালুকদার, মায়া মজুমদার ও ঝুমা মিত্র নির্দল প্রার্থী । তৃণমূলের জেলা নেতৃত্ব জানান ভোটে যদি এই নির্দল প্রার্থীরা জয়ী হয় বা পরাজিত হয় আমরা এদের দলে নেবোনা। 
এই বিষয়ে নির্দল প্রার্থী গারগী তালুকদারের স্বামী গৌতম তালুকদার জানান বহিষ্কারের আগে সকোজ করতে হয় কিন্ত সকোজ করেনি। 

এই বিষয়ে উল্লেখ্য তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর আলিপুরদুয়ারে বিক্ষুব্ধ তৃণমূল নেতা কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে এমনকি পাঁচজন নির্দল হয়ে দাড়িয়ে পড়ে কিন্ত পরবর্তীতে দুজন নির্বাচন লড়াই থেকে সড়ে দাড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্ত তিনজন নির্দল প্রার্থী নিজের সিদ্ধান্তে অনঢ় থাকে সেই তিনজন ও তাদের সমর্থকদের আজ বহিষ্কার করে জেলা তৃণমূল কংগ্রেস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ