মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য মোবাইল বাইক পরিষেবা চালু করলেন আলিপুরদুয়ার জেলাপ্রশাসন।




শুরু হল মাধ্যমিক পরীক্ষা,পরীক্ষার্থীদের জন্য চালু করা হল মোবাইল বাইক।

সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হল।চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন।পরীক্ষার্থীরা সকলেই কোভিড বিধি মেনে মাস্ক পরে পরীক্ষা দিতে আসে পরীক্ষা কেন্দ্রে,সকাল থেকে এই ছবি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র।
কিন্তু এর মাঝে আলিপুরদুয়ারের একটি ছবি বেশ নজর কাড়ল সাধারণ মানুষের।হল ক্যামেরা বন্দি।

আলিপুরদুয়ার জেলা ট্রাফিক পুলিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু করল মোবাইল বাইক পরিষেবা।যেসব ছাত্রছাত্রী দূরদূরান্ত থেকে পরীক্ষা দিতে এসেছে বা পরবর্তী দিনগুলোতে আসবে, তাদের যাতায়াত এর সুবিধার্থে এই পরিষেবার উদ্যোগ নিল জেলা ট্রাফিক পুলিশ।এই পরিষেবার শুভ উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুভান্সি।এই পরিষেবায় নিযুক্ত থাকবেন লেডি পুলিশ এবং সিভিক পুলিশ।

এবার আসি একটি বিশেষ উদ্যোগে।আলিপুরদুয়ার জংশন যুব তৃণমূল কংগ্রেস এবং আলিপুরদুয়ার জংশন বিবেকানন্দ ২নং অঞ্চল এর পক্ষ থেকে আলিপুরদুয়ার জংশন শ্যামাপ্রসাদ গার্লস এবং বয়েস স্কুলে আসা পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হল একটি করে জলের বোতল এবং কেক।খানিকটা উৎসাহ আবার খানিকা সহযোগীতা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ