আলিপুরদুয়ার জেলা আদালত চালুর দাবিতে কর্ম  বিরতি আইনজীবীদের।।



আলিপুরদুয়ার জেলা আদালত চালুর দাবিতে আজ থেকে কর্ম  বিরতি আইনজীবীদের।।


আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলা হয়েছে ৭ বছর। কিন্তু এখনও জেলা আদালত চালু হয়নি।কলকাতা হাইকোর্ট থেকে বহুবার আলিপুরদুয়ারে জেলা আদালত চালুর জন্য পরিকাঠামোও দেখে গেছেন। কিন্তু তার পরেও জেলা আদালত চালু না হওয়ায় এবার বৃহত্তর আন্দোলনে নামতে চলছে বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।আজ সোমবার থেকে আলিপুরদুয়ারের সব আদালতেই কর্ম বিরোতী শুরু করছেন আইনজীবীরা।এদিন থেকে কোনো আইনজীবীই আদালতে মামলায় অংশ নেবেন না।এর পরেও জেলা আদালত চালু না হলে আমরণ অনশনের হুমকি দিলেন আইনজীবীরা।এদিকে আইনজীবীদের এই আন্দোলনে আদালতে বিভিন্ন মামলা ধাক্কা খেতে পারে বলেই মনে করা হচ্ছে।যদিও বারের আইনজীবীদের দাবি তারা সাধারণ মানুষের সার্থেই জেলা আদালত চালুর জন্য আন্দোলন শুরু করছেন। 

আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন সূত্রে জানাগেছে,আলিপুরদুয়ার জেলা হওয়া সত্বেও এখনও এখানে জেলা আদালত গঠন হয়নি।তবুও এখানে জুডিশিয়াল ম্যাজিটেট কোর্ট ১,২ এবং ৩, এসিজিএম ১ ও ২, অ্যাসিটেন্ট সেসন জর্জ, ফাস্ট ট্রাক ১ ও ২, সিভিল আদালত,ক্রেতা সুরক্ষা আদালত সহ ১০ টি কোর্ট আছে।আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের আছেন ৩০০ জন এর উপর আইনজীবী।

জানাগেছে,ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলা জর্জ কোর্টের স্থায়ী পরিকাঠামো গড়তে ৬৪ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ওই টাকায় জি প্লাস সিক্স ক্যাটাগড়ির সাত তলা বিল্ডিং তৈরি হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ