এরপর আলিপুরদুয়ার পুরসভার প্রেক্ষাগৃহে আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার কাউন্সিলার দের শপথবাক্য পাঠ করান।পরে পুরসভার হলঘরে চেয়ারম্যান হিসেবে শপথ নেন প্রসেনজিৎ কর।তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে মাম্পি আধিকারীকে মনোবয়ন করেন।
এর আগে প্রসেনজিৎ কর ৬ মাসের পুর প্রশাসক ছিলেন।এবার চেয়ারম্যান হলেন।দায়িত্ব নিয়ে তিনি আলিপুরদুয়ার এর উন্নয়ন কে নিয়ে চলার কথা বলেন।অনেক কাজ বাকী রয়েছে।সেই কাজ কে এগিয়ে নিয়ে যাবেন তিনি।
এদিকে আজ ৩ নির্দল ও ১ জন কংগ্রেস কাউন্সিলর ও শপথ নিয়েছেন।১৬ আসন পেয়ে তৃনমূল কংগ্রেস বোর্ড গঠন করেছে।স্বাভাবিক ভাবেই নির্দল দের নিয়ে তেমন মাথা ব্যাথা নেই চেয়ারম্যানের।তার সাফ কথা ২০ জন কাউন্সিলর কে নিয়েই উন্নয়নের কাজ করা হবে।
0 মন্তব্যসমূহ