আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঘোষনা হলো আজ।



আলিপুরদুয়ার:-দলীয় অফিসে ম্যারাথন বৈঠক।তারপর খাম খুলে আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঘোষনা।আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান হলেন প্রসেনজিৎ কর।এবং ভাইস চেয়ারম্যান হলেন মাম্পি অধিকারী।যদিও ওই বৈঠকে হাজির ছিলেন চেয়ারম্যানের দাবিদার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপ্ত চ্যাটার্জী। ঘোষনার পর খানিক টা হলেও ভারাক্রান্ত দীপ্ত চ্যাটার্জী। তিনি স্পষ্টত বলেন এটা দলীয় সিদ্ধান্ত।আমার বলার কিছু নেই।
এরপর আলিপুরদুয়ার পুরসভার প্রেক্ষাগৃহে আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার কাউন্সিলার দের শপথবাক্য পাঠ করান।পরে পুরসভার হলঘরে চেয়ারম্যান হিসেবে শপথ নেন প্রসেনজিৎ কর।তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে মাম্পি আধিকারীকে মনোবয়ন করেন।
এর আগে প্রসেনজিৎ কর ৬ মাসের পুর প্রশাসক ছিলেন।এবার চেয়ারম্যান হলেন।দায়িত্ব নিয়ে তিনি আলিপুরদুয়ার এর উন্নয়ন কে নিয়ে চলার কথা বলেন।অনেক কাজ বাকী রয়েছে।সেই কাজ কে এগিয়ে নিয়ে যাবেন তিনি।
এদিকে আজ ৩ নির্দল ও ১ জন কংগ্রেস কাউন্সিলর ও শপথ নিয়েছেন।১৬ আসন পেয়ে তৃনমূল কংগ্রেস বোর্ড গঠন করেছে।স্বাভাবিক ভাবেই নির্দল দের নিয়ে তেমন মাথা ব্যাথা নেই চেয়ারম্যানের।তার সাফ কথা ২০ জন কাউন্সিলর কে নিয়েই উন্নয়নের কাজ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ