তীর্থ যাত্রীদের জন্য খুশির খবর।



আলিপুরদুয়ার: মতুয়া সম্প্রদায়ের গুরু শ্রী হরিচাঁদ ঠাকুরের 211 তম জন্মজয়ন্তী উপলক্ষে ৮দিন ব্যাপী মেলার আয়োজন হয়েছে বনগা ঠাকুর নগরে।সেই উপলক্ষে সারাদেশ থেকে আগ্রহী তীর্থ যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ভারতীয় রেল বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালাচ্ছে ।সেই কারণে উত্তর পূর্ব সীমান্ত রেল আলিপুরদুয়ার জংশন ও বনগাঁও এবং লামডিং জ্জংশন ও বনগাঁও এর মধ্যে স্পেশাল ট্রেন চালানর সিদ্ধান্ত নিয়েছে। 05464 আলিপুরদুয়ার জংশন - বনগাঁও জংশন স্পেশাল ট্রেন টি সোমবার সকাল ৯ টা ১৫ মিনিট আলিপুরদুয়ার জংশন থেকে রওনা হয়, জানা যায় ট্রেনটি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ৭ টায় বনগাঁও জংশনে পৌঁছাবে। আলিপুর দুয়ার বনগাঁও এর মধ্যে চলাচলে উভয় দিকে মাল বাজার, নিউ জলপাইগুড়ি , মালদা টাউন, বোলপুর শান্তিনিকেতন বর্ধমান এবং ঠাকুর নগর স্টেশন হয়ে যাবে বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ