স্কুলে শিক্ষিকার অভাবে ব্যাহত পঠন পাঠন।



স্কুলে শিক্ষিকার অভাব ব্যাহত পঠন পাঠন

স্কুলে ছাত্রী সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো , তার বিপরীতে শিক্ষিকা মাত্র তিন জন । তাও দুজন ইংরেজি ও একজন ইতিহাসের। বাংলা, অঙ্ক, বা বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষিকা নেই। যার ফলে তাদের শিক্ষার পূর্ণতা ঘটছে না । দীর্ঘদিন ধরে শিক্ষিকার সংকটে ভোগা  ওই স্কুলের ছাত্রীরা এবার পথে নামলো আন্দোলন করতে। তাদের স্কুলে পর্যাপ্ত শিক্ষিকা নিয়োগের দাবিতে এবার ফালাকাটা আলিপুরদুয়ার রাজ্য সড়ক অবরোধ করল তারা। তাদের এই আন্দোলনে নৈতিক সমর্থন জুগিয়েছে তাদের অভিভাবকরাও।আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের শিলবাড়িহাট  আর আর জুনিয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা  মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার ফালাকাটা জাতীয় সড়কের পলাশবাড়ীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।এই বিক্ষোভে এদিন অনেক অভিভাবকরাও সামিল ছিলেন।প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছায় সোনাপুর ফাঁড়ির পুলিশ ।তাঁরা অবরোধ তোলার চেষ্টা করলেও ছাত্রীরা তাতে রাজি হয় না ।  পরবর্তীতে এক নং ব্লকের জয়েন্ট বিডিও অভিজিৎ রায়  সেখানে পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।পরে স্কুল পরিদর্শক আহসান মল্লিক হাবীব ওই স্কুলে এসে আপাতত অতিথি শিক্ষক নিয়োগ করে সমস্যা মেটানোর আশ্বাস দেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ