স্কুল ফি কমানোর দাবিতে জেলা শাসক কে স্মারকলিপি দিল অভিভাবক সংগঠন:-
আলিপুরদুয়ার:ভুটান সীমান্তবর্তী শহর জয়গাও একটা সময় ছিল আন্তর্জাতিক ব্যাবসার কেন্দ্র । আর লক ডাউনের পর যখন থেকে ভুটান গেট বন্ধ হয়ে যায় ,তারপর থেকে সেখানে ব্যাবসা নেই বললেই চলে। প্রচুর ব্যাবসায়ী জয়গাও ছেড়ে অন্য জায়গায় চলেও গেছে । যারা রয়েছেন তারাও কঠিন সমস্যার মধ্যে দিয়ে দিনগুজরান করছেন । ব্যাবসায়িক মন্দা এই সমস্ত ব্যাবসায়ীদের সন্তানদের শিক্ষায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই সমস্ত অভিভাবক এক হয়ে এবার জেলা শাসকের দারস্থ হল সন্তানদের স্কুলের ফি কমানোর দাবিতে ।কারণ সেখানকার সমস্ত বেসরকারি স্কুল বার বার আবেদন করা সত্ত্বেও অভিবাবকদের ফি কমানোর দাবি কে মান্যতা দেয়নি । তাই এবার তারা জেলা প্রশাসনের দারস্থ । সোমবার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় জেলা শাসকের কাছে ওই এলাকার সমস্ত অভিভাবক এই বিষয় হস্তক্ষেপ দাবি করে স্মারকলিপি প্রদান করে।
0 মন্তব্যসমূহ