বাইসনের হানায় মৃত এক আহত দুই
আলিপুরদুয়ার :প্রায় সারাদিনের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে আলিপুরদুয়ার পারোকাটা এলাকায় লোকালয়ে প্রবেশ করা বাইসনকে কাবু করল বনদপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। গতকাল আলিপুরদুয়ার 2 নং ব্লকের পারোকাটা এলাকায় প্রবেশ করে দুটি বাইসন । পারোকাটা এলাকায় বাইসন দুটি দাপিয়ে বেড়ায় । রবিবার সকালে পারোকাটা এলাকায় একটি বাইসন দেখতে পায় এলাকার বাসিন্দারা । বাইসনটি এলাকার বাসিন্দা ৭২বর্ষীয় নারায়ণ দাস কে আহত করে এবং আরো দুজনকে আহত করে । এর মধ্যে বৃদ্ধ নারায়ণ দাসকে আহত অবস্থায় এলাকার বাসিন্দারা কামাখ্যাগুড়ি ব্লক স্ব্যাস্থকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসা জন্য এবং পরবর্তীতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয় ।
এদিকে বাইসনটি এলাকার একটি বাঁশ ঝাড়ে আশ্রয় নেয় বনদপ্তরের কর্মীরা বাইসনটিকে কাবু করার জন্য ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কিন্ত তাতেও বাইসন কাবু হয়না। পরবর্তীতে বাইসনটিকে কাবু করার জন্য পূনরায় ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বনকর্মীরা এবং বাইসনটিকে কাবু করতে সক্ষম হয়। বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা।
0 মন্তব্যসমূহ