দক্ষিণ দিনাজপুর পৌর ভোটের ফলাফল


দক্ষিণ দিনাজপুর: ঝড় তো নয় এ যেন সুনামী। আর সেই সুনামীর ধাক্কায় উড়ে গেল বিজেপি। দক্ষিন দিনাজপুর জেলার গংগারামপুর ও বালুরঘাট দুই পুরসভাই পুনরায় দখল নিল তৃনমুল। উনিশের লোকসভা নির্বাচনে পদ্মঝড় দেখেছিল এই জেলা।কিন্তু বিধানসভা ভোটে সেই ঝড় ছিল অনেকটাই স্থিমিত। কিন্তু বাইশের পুরভোটে জেলা দেখল সবুজ সুনামি। এই সুনামি যে ধেয়ে আসতে চলেছে সেটা কিন্তু ৪;পুরনিগমের ফলই ইঙ্গিত দিয়ে দিয়েছিল আগে ভাগেই।তবুও শিক্ষা নেয়নি বিজেপি সহ অনান্য বিরোধী শিবির।

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নিজস্ব জেলা দক্ষিণ দিনাজপুর জেলার ২টি পুরসভায় এবারে ভোট হয়েছিল শান্তিপুর্ন ভাবে । বালুরঘাট ও গঙ্গারামপুর। দুটি পুরসভাতেই কার্যত বিজেপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতা দখল করেছে তৃণমূল। বালুরঘাটের ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতে ফুটেছে ঘাসফুল। ২টি ওয়ার্ড গিয়েছে বামেদের দখলে। কোথাও নেই বিজেপি। গঙ্গারামপুরের ১৮টি ওয়ার্ডের সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল। 

ভোটের আগে রাজ্য সরকার পরিচালিত পুরসভার বিভিন্ন আর্তসামাজিক উন্নয়নমুলক স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী প্রকল্প গুলিই বলতে পারা যায় বিরোধীদের কোমর ভেঙে দিয়েছে। যদিওবিজেপি সহ বিরোধীদের অভিযোগ ছাপ্পা ও অশান্তি ভরা এই নির্বাচন প্রহসন ছাড়া আর কিছু নয়। 

তবে ভোটের ফলাফল জানান দিচ্ছে তৃনমুলের সুনামীতে বিজেপি সর্বত্রই ভ্যানিশ। বরঞ্চ মাঠে থাকছেন বামেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ