কালচিনি ব্লক প্রশাসন মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য চালু করলেন হেল্পলাইন নাম্বার ।



প্রত‍্যন্ত বনবস্তি , চা বলয় এলাকার মাধ‍্যমিক পরীক্ষার্তীদের পরীক্ষাকেন্দ্রে পৌছে দেবে কালচিনি ব্লক প্রশাসন


মাধ‍্যমিক পরীক্ষার্তীদের সুবিধার্থে হেল্পলাইন নং জারী করল কালচিনি ব্লক প্রশাসন ‌ ।আগামী ৭মার্চ থেকে শুরু হচ্ছে মাধ‍্যমিক পরীক্ষা । মাধ‍্যমিক পরীক্ষা চলাকালীন যাতে ছাত্রছাত্রীরা কোনো সমস্যায় না পড়ে পরীক্ষা কেন্দ্রে আসতে তার জন‍্য হেল্পলাইন নং জারী করল কালচিনি ব্লক প্রশাসন। শনিবার দলসিংপাড়া শ্রী গণেশ বিদ‍্যালয় হাই স্কুলে পরিদর্শনে এসে একথা জানান কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ । বিডিও জানান কালচিনি ব্লকের প্রত‍্যন্ত এলাকা , বনবস্তি এলাকা ও চা বলয় এলাকা থেকে মাধ‍্যমিক পরীক্ষার্তীরা আসবে পরীক্ষা দিতে আর এই দূরদূরান্ত প্রত‍্যন্ত এলাকা থেকে মাধ‍্যমিক পরীক্ষার্তীদের পরীক্ষা কেন্দ্রে আসতে যদি কোনো সমস্যা হয় তাহলে হেল্পলাইন নং এ ফোন করলে প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্তীদের জন‍্য গাড়ি পাঠানো হবে এবং গাড়ি করে পরীক্ষার্তীদের পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়া হবে এবং পরীক্ষা শেষে ঘরে পৌছে দেওয়া হবে । কালচিনি বিডিও জানান ইতিমধ্যে প্রতিটি গ্ৰাম পঞ্চায়েতে এই হেল্পলাইন নং পাঠিয়ে দেওয়া হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ