মাল বোঝাই লরির চাকায় চাপা পড়লো যাত্রীসহ টোটো চালক।


আলিপুরদুয়ার: সোমবার এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটলো আলিপুরদুয়ার বীরপাড়া আই টিআই মোর এলাকায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন আহত তিন শিশু সহ চারজন তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয়দের অভিযোগ যে একটি মাল বোঝাই লরি কে সিভিক পুলিশ পিছু ধাওয়া কড়ায় লরির চালক গতি বাড়িয়ে পালাতে চেষ্টা করে, লরি চালক গতি সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি টোটোকে । ঘটনাস্থলে যাত্রীরা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুরুষ ও এক মহিলার।

স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনার পর সিভিক পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় বাকি চারজন কে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করানো হয় বলে এমনটা জানা যায়।



পরবর্তীতে পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে তৈরি হয় রণক্ষেত্র।





পথ দুর্ঘটনায় মৃত দুইজন এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আলিপুরদুয়ার বীরপাড়া আইটিআই চৌপথি এলাকায় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুর্ঘটনাগ্ৰস্থ ট্রাকটিকে পুলিশ তাড়া করছিল যার ফলে এই দুর্ঘটনা ঘটে। 

জেলাশাসককে ঘটনাস্থলে আসার দাবীতে এবং নচেৎ মৃতদেহ তুলতে দেওয়া হবেনা এই দাবীতে উত্তেজিত জনতা পথ অবরোধ করে । পরবর্তীতে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় এবং সড়কে টায়ার ও ফেস্টুন ফেলে আগুন লাগিয়ে দেয় পুলিশ বাধা দিলে পুলিশের সাথে হাতাহাতি শুরু হয় ।  পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে উত্তেজিত জনতার উপর ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ