মাদারিহাট ব্লকের টোটোপাড়া সংকটে।


পৃথিবীর আদিম ক্ষুদ্রতম জনজাতি টোটো দের বাসভূমি রয়েছে মাদারিহাট ব্লকের টোটোপাড়ায়।বংশানুক্রমে টোটো রা এখানেই বসবাস করে । কিন্তু কয়েক বছর ধরে রাজ্য সরকারের কাছে তাদের পূর্ব পুরুষের ভিটেমাটির ডিমার্কেসনের আবেদন করেও তার ফল পাননি টোটোপাড়ার টোটো জনজাতি মানুষেরা। টোটো জনজাতির মানুষের মনে এখন একটি ধারণা জন্মেছে যে , তাদের অধিকারের ভূমি তে ভাগ বসাচ্ছে টোটো জনজাতির বাইরের মানুষেরাও। প্রাচীন টোটো পাড়া এখন আর আগের মতন নেই । সেখানে ধীরে ধীরে বাড়ছে বসতি । আর এতেই সেখানকার আদি বাসিন্দাদের মনে এই প্রশ্নের জন্ম দিয়েছে যে , পূর্ব পুরুষের ভিটেমাটি কি তবে বেদখল হচ্ছে। তাই তারা রাজ্য সরকারের ভূমি রাজস্ব দফতরের কাছে 2016 সালে তাদের অধিকারে ঠিক কতটা জমি রয়েছে, বা তাদের পূর্ব পুরুষদের জমিতে এই জনজাতি বাইরে কেউ এসে ডেরা বেঁধেছে কিনা তা পরিষ্কার করে নির্ধারণ করার আবেদন জানিয়ে ছিলেন ।কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আজ পর্যন্ত তাদের সেই আবেদনে সারা দেওয়া হয় নি । তাই আবার সোমবার দিন টোটো কল্যাণ সমিতির সদস্যরা মাদারিহাটের বি এল আর ও কে পুনরায় এই বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ