মালঙ্গী চা বাগানে রেশন বণ্টণ নিয়ে দূর্ণীতির অভিযো বাগানের শ্রমিকদের ।
কালচিনি ব্লকের মালঙ্গী চা বাগানে শ্রমিকদের রেশন প্রদান নিয়ে অনিয়মের অভিযোগ উঠল । মঙ্গলবার শ্রমিকরা অভিযোগ করেন রেশন বণ্টণে দায়িত্বে থাকা স্বনির্ভর দলের সদস্যরা শ্রমিকদের থেকে ফিঙ্গার প্রিণ্ট আঙ্গুলের ছাপ নিয়ে নিচ্ছে কিন্ত রেশন দিচ্ছেনা । রেশন দিচ্ছে আঙ্গুলের ছাপ নেওয়ার তিন সপ্তাহ পড়ে এছাড়া রেশনে যে চাল দিচ্ছে সেটা পোকামাকড় ভর্তি খাওয়ার অযোগ্য। এদিন বিজেপি নেতৃবৃন্দ এলাকায় আসেন তারা শ্রমিকদের সাথে কথা বলেন এবং বিজেপি নেতৃবৃন্দ ও অভিযোগ করেন জনগণ রেশন নিয়ে হয়রানি হচ্ছে আঙ্গুলের ছাপ নেওয়ার পর ও কেন রেশন মিলছেনা এই নিয়ে প্রশ্ন তুলছে । যদি এই বিষয়ে রেশন বণ্টণে দায়িত্বে থাকা স্বনির্ভর দলের কোষাধ্যক্ষ রিঙ্কু ওরাঁও জানান যেদিন আসছে রেশন সেদিন আমারা প্রদান করছি।
এই বিষয়ে কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান।বিষয়টা শোনামাত্র আমি ফুড ইন্সপেক্টরকে বলেছি বিষয়টা দেখতে এবং ঐ এলাকার গ্ৰায পঞ্চায়েত প্রধান ও আধিকারিকদের বলা হয়েছে বিষয়টা দেখতে সম্পূর্ণ রিপোর্ট হাতে পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করবো।
0 মন্তব্যসমূহ