সিভিক ভলেনটিয়ার সেজে কাঠ পাচার করতে গিয়ে ধরা পড়ল পাচারকারী
আলিপুরদুয়ারঃ সিভিক ভলেনটিয়ারের পোশাক ব্যবহার করে কাঠ পাচার করতে গিয়ে বনকর্মীদের হাতে ধরা পড়ল এক পাচারকারী।ওই পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা মূল্যের কাঠ। ভুঁয়ো সিভিক ভলেনটিয়ারকে আলিপুরদুয়ার কোর্টে তোলা হল শণিবার।
জানা যায়,শুক্রবার রাতে আলিপুরদুয়ার জেলার চিলাপাতা এলাকায় এক বলেরো গাড়ি করে কাঠ পাচার করছিল পাচারকারীরা । গাড়িটিকে অভিযান চালিয়ে ধরে ফেলে বনদপ্তর । এবং গাড়িতে যে পাচারকারী ছিল সে সিভিক ভলেনটিয়ার এর পোশাক পরিহিত সে কোচবিহার জেলার চকচকা এলাকার বাসিন্দা সুখদেব বর্মণ। পরবর্তীতে ঘটনা তদন্ত করে বনদপ্তর জানতে পারে ঐ যুবক সিভিক ভলেনটিয়ার নন সে সিভিক ভলেনটিয়ার পোশাক পড়ে ভুঁয়ো সিভিক ভলেনটিয়ার সেজে কাঠ পাচার করছিল । পাচারকারীকে বনদপ্তরের পক্ষ শণিবার আলিপুরদুয়ার কোর্টে তোলা হয় ।
0 মন্তব্যসমূহ