নিখোঁজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা, খুজে পেতে ফালাকাটা জুড়ে পড়ল " সন্ধান চাই" পোস্টার।
আলিপুরদুয়ার:সপ্তাহ খানেক আগে প্রবল কালবৈশাখী ঝড় ও প্রচন্ড শিলা বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ারের বিস্তীর্ন এলাকা।তার মধ্যে ফালাকাটা ব্লকও পড়েছে।কিন্তু এই দুর্যোগের সময়ও মানুষের পাশে নেই বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা ও ফালাকাটার বিধায়ক দীপক বর্মন , এমনটাই অভিযোগ যুব তৃণমূলের।এই অভিযোগ কে সামনে রেখে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা এবং ফালাকাটার বিধায়ক দিপক বর্মনের নামে ছবি দিয়ে ফালাকাটা জুড়ে "সন্ধান চাই" পোস্টার লাগলো তৃণমূল । ফালাকাটা শহরের বেশ কয়েকটি জায়গায় রবিবার সকালে এই পোস্টার লাগাতে দেখা যায় যুব তৃনমূল কর্মীদের।।
বিজেপি জনপ্রতিনিধির খোঁজে শহরের মোড়ে মোড়ে 'সন্ধান চাই' পোস্টার সাঁটিয়েছে ব্লক যুব তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয় , শহর জুড়ে প্রতিবাদ মিছিল করে দুই জনপ্রতিনিধির খোঁজে রবিবার ফালাকাটা থানায় নিখোঁজ ডাইরি করেছে যুব তৃণমূল কংগ্রেস। ওই রাজনৈতিক তরজায় রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে শহর জুড়ে। তবে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন আবশ্যক যুব তৃনমূলের এই পদক্ষেপকে নোংরা রাজনীতি বলে আখ্যা দেন। তিনি জানান ,ঝড় চলাকালীন তিনি কলকাতায় ছিলেন,তবে খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ফালাকাটা থেকে এসে সরজমিনে সমস্ত কিছু খতিয়ে দেখেছেন। এমনকি বিধায়ক তহবিলের টাকা থেকে কিভাবে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা যায় সেই মর্মে জেলা শাসকের কাছে তিনি জানতেও চান।যদিও তার প্রতি উত্তর এখনো জেলাশাসক এর তরফ থেকে আসেনি বলেই জানান ফালাকাটার বিধায়ক। এমনকি নবনির্বাচিত ফালাকাটা পুরসভার অক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।এই মুহূর্তে শাসক বিরোধীর দাবি পাল্টা দাবিতে সরগরম জেলার রাজনৈতিক পরিবেশ।
0 মন্তব্যসমূহ