শিক্ষক শিক্ষিকা দেরিতে আসায় স্কুলে তালা স্থানীয়দের।

সময়মত স্কুলে আসেন না শিক্ষকরা ,স্কুলে তালা স্থানীয়দের।

আলিপুরদুয়ার: শিক্ষক শিক্ষিকা দেরিতে আসায় ছাত্র ছাত্রীর অভিভাবক ও গ্রামবাসীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন ।সোমবার এই ঘটনা ঘটে আলিপুরদুয়ার 1 নং ব্লকের অন্তর্গত ঘরঘড়িয়া জুনিয়ার হাই স্কুলে। পরবর্তীতে আলিপুরদুয়ার ফালাকাটা জাতীয় সড়কের ঘরঘরিয়ায় পথ অবরোধ করেন ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা 
।প্রায় এক ঘন্টার কাছাকাছি অবরোধ চলার পর সোনাপুর ফাঁড়ির পুলিশ পৌঁছায় এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেন। সে সময় হাজির হন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
অভিভাবকদের অভিযোগ কয়েকদিন থেকে সঠিকভাবে বিদ্যালয় আসসেন শিক্ষক-শিক্ষিকারা । এরফলে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে ।অভিবাবকদের দাবি ,প্রতিনিয়ত সময়মত খোলা হোক বিদ্যালয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ