চিকিৎসককে বেধড়ক মারধর করল রোগীর আত্মীয়রা।



চিকিৎসককে মারধরের ঘটনা ঘটল বীরপাড়া রাজ‍্য সাধারণ হাসপাতালে । সোমবার সন্ধ্যায় বীরপাড়া রাজ‍্য সাধারণ হাসপাতালের শিশু চিকিৎসক সঞ্জেয় দাস শিশু বিভাগে রোগী দেখছিলেন ঐ সময় এক রোগীর আত্মীয় পরিজন তাকে নিগ্ৰহ করে এবং মারধর করে বলে অভিযোগ । 
বীরপাড়া রাজ‍্য সাধারণ হাসপাতালের সুপার কৌশিক ঘড়াই জানান যে গতকাল সন্ধ‍্যায় শিশু চিকিৎসক শিশু বিভাগে অন ডিউটি অবস্থায় ছিল ঐ সময় ভিজিটিং সময় ছিলনা কিন্ত তা সত্তেও এক রোগীর পরিজন হাসপাতালে ছিল শিশুবিভাগে ঐ সময় ডাক্তার বাবু তাদের বেরিয়ে যেতে বললে রোগীর আত্মীয় পরিজন চিকিৎসকের উপর চড়াও হয় তাকে নিগ্ৰহ করে এবং মারধর করে । এই ঘটনার হাসপাতাল পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। 
সুপার জানান আমরা নিরপত্তার অভাব বোধ করছি আমরা হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রেখেছি কিন্ত দোষীদের আইন অনুযায়ী শাস্তি না হয় এবং গ্ৰেপ্তার না করা তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব প্রয়োজনে পরিষেবা বন্ধ রাখতে বাধ‍্য হব। 
বীরপাড়া থানার পুলিশ এই ঘটনায় যুক্ত একজনকে গ্ৰেপ্তার করে মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার কোর্টে পাঠিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ