ভারতের স্বাধীনতার ৭৫ বৎসর উপলক্ষে সোমবার আলিপুরদুয়ার বাইসাইকেল র‍্যালির আয়োজন।




ভারতের স্বাধীনতার ৭৫ বৎসর উপলক্ষে সোমবার আলিপুরদুয়ার বি.এম.সি. মাঠ ময়দান থেকে এক বাইসাইকেল র‍্যালির আয়োজন করল সাধিনতার ৭৫ বৎসর উদযাপন সমিতি।এদিন তারা বি.এম.সি. মাঠ ময়দান থেকে রেলি শুরু করে আলিপুরদুয়ার চৌপথী হয়ে জংশন ডি. আর.এম. অফিস সংলগ্ন 'ভারত স্কাউট এন্ড গাইড ' কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এদিন সকালে বিএমসি মাঠ ময়দানে আলিপুরদুয়ারের দৌড় কাকু বলে পরিচিত মাননীয় শ্রী সুভাষচন্দ্র বোসের উপস্থিতিতে কিছু মাঙ্গলিক কার্যক্রমের মধ্য দিয়ে এই বাইসাইকেল র‍্যালির শুভ সূচনা করা হয়। জানা যায় এদিন এই রেলিতে ১০০জনের মত কর্মী উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ