রেলের স্কুল বন্ধ করার প্ররোচনার অভিযোগ আলিপুরদুয়ারের সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে।


আলিপুরদুয়ার:আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে, রেল কর্মচারীদের সন্তানদের বাইরে কোনো ছাত্রভর্তি করা হচ্ছেনা । এই নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।এবার এই বিষয় নিয়ে অলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা এবং স্থানীয় বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা এস.জে.ডি.এ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। সৌরভ চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা এবং স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল এই স্কুলের ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে ষড়যন্ত্র করছে।পাশাপাশি শিক্ষায় সংকোচন করার চক্রান্ত করছে।" সূত্রের পাওয়া খবর অনুযায়ী দীর্ঘদিন থেকেই রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রেল কর্মচারীদের সন্তানদের বাইরেও স্থানীয় অন্যান্য পরিবারের ছাত্রছাত্রীরাও পড়াশুনা করতে। কিন্তু সম্প্রতি রেলের বাইরের ছাত্রছাত্রীদের সেখানে ভর্তি নেওয়া হচ্ছে না। স্থানীয়দের ভর্তির দাবিতে ১১ ই মে আলিপুরদুয়ার জংশন রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে যুব তৃণমূল কংগ্রেস। এরপর বুধবার এস.জে.ডি.এ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর এই মন্তব্যকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।যদিও প্রাক্তন বিধায়কের এই মন্তব্য কে পাত্তাই দেন নি বর্তমান বিজেপি বিধায়ক। তিনি বলেন সৌরভ বাবু সব কিছুতেই রাজনীতি খোঁজেন।