অসম সীমানায় নদী পেরিয়ে দুয়ারে সরকার:
আলিপুরদুয়ার: রাজ্যের শেষ প্রান্তে যেখানে সংকোষ নদী ঘিরে রেখেছে মাঝের ডাবরী ,বিষ্ণু নগর মুসলিম চরের মত গড়ে ওঠা গ্রামগুলো কে ,সেখানে এক গুচ্ছ সরকারি পরিষেবা ও প্রকল্প নিয়ে বৃহস্পতিবার নৌকায় নদী পেরিয়ে ,প্রখর রোদ মাথায় করে অভিনব কর্মসুচিতে নামলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা-বারোবিশা গ্রাম পঞ্চায়েতের মুসলিমের চরের অবস্থান সংকোশ নদীর মাঝখানে।ওই প্রত্যন্ত এলাকায় এদিন নৌকোয় চেপে সরকারি আধিকারিকদের নিয়ে পৌঁছে যান জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।রাজ্য সরকারের প্রকল্প গুলির সুবিধে যাতে ওই প্রত্যন্ত এলাকার মানুষেরা সহজেই পেয়ে যান, সেই বিষয়ে এদিন বিশেষ উদ্যোগ নেয় জেলা প্রশাসন। জেলা শাসক এদিন বলেন জেলার কোনায় কোনায় যাতে সরকারি প্রকল্প গুলির সুযোগ সাধারণ মানুষ লাভ করতে পারেন, সে বিষয়ে বদ্ধপরিকর জেলা প্রশাসন।
Watch full video
https://fb.watch/dgM8vYBdEc/
0 মন্তব্যসমূহ