সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আলিপুরদুয়ার জংশন নর্থ পয়েন্ট বুদ্ধ মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করলো মন্দির কমিটির সদস্যরা। এদিন সকালে প্রভাত ফেরী করে সবার বিষয়ে মঙ্গল কামনা এবং বিশ্বশান্তি পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ আরম্ভ করা হয়। এদিন বিভিন্ন জায়গা থেকে প্রায় শতাধিক ভক্তরা মন্দিরে উপস্থিত হন।
আজকের এই বুদ্ধ পূর্ণিমা হল বুদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন,বৌধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন তাই এই তিনটি স্মৃতি কে নিয়ে বুদ্ধ পূর্ণিমা উজ্জাপিত করলো আলিপুরদুয়ার জংশন বৌদ্ধ মন্দির এর ভক্তরা। আজকের এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করে সুচি বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনা করে থাকেন বলে জানা যায়।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিক্ষু সংঘের যুগ্ম সম্পাদক সদ্ধম শ্রী বিক্ষু মহাদয় ,সুমনাশ্রী বিক্ষু মহাদয়, আলিপুরদুয়ার জংশন বিবেকানন্দ দুই নং অঞ্চল সভাপতি সুকান্ত দে সহ অন্যান্য ভক্তরা
0 মন্তব্যসমূহ