প্রতারিত পরিযায়ী শ্রমিকদের পাশে তৃণমূল:-
আলিপুরদুয়ার: মাস কয়েক আগে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে এক প্রকার বিক্রি হয়ে গিয়েছিলেন আলিপুরদুয়ার জংশন এলাকার পাঁচ জন পুরুষ ও তিন জন মহিলা পরিযায়ী শ্রমিক।এবার স্থানীয় তৃণমূল নেতাদের উদ্যোগে এবং জেলা পুলিশের প্রচেষ্টায় বাড়ি ফিরল তারা। যার সাহায্যে তারা ভিন রাজ্যে গিয়েছিল কাজ করতে ,সেই মহিলা দালাল তাদের সেখানে রেখে ঠিকাদারের থেকে মোটা টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তারা সেখানে কাজ করলেও ঠিকমত খাবার ও বেতন কোনোটাই দিত না ও ঠিকাদার। এমনকি বাড়ি ফিরতে চাইলেও তাদের বলা হত যে , তাদের ঠিকাদারের কাছে বিক্রি করে দিয়েছে ওই দালাল। তাই তারা বাড়ি ফিরতে চাইলে ,মোটা টাকা ঠিকাদার কে দিয়ে তবেই ফিরতে পারবে। এমতাবস্থায় ওই শ্রমিকেরা গোপনে মোবাইলে আলিপুরদুয়ারের স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত ঘটনা জানায়। তারপর স্থানীয় বিবেকানন্দ অঞ্চলের তৃণমূল নেতারা প্রশাসনের দ্বারস্থ হন। এরপর জেলা পুলিশের উদ্যোগে শনিবার আলিপুরদুয়ারে ফেরেন তারা। তারা বাড়ি ফিরে এলে স্থানীয় তৃণমূল নেতারা তাদের সঙ্গে দেখা করে তাদের সাহায্যের আশ্বাস দেন।
0 মন্তব্যসমূহ