৬৫ বছর বয়সের এক বৃদ্ধকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিলো আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ।
মঙ্গলবার আলিপুরদুয়ার জংশন বিবেকানন্দ দুই নং অঞ্চলের অন্তর্গত উত্তর জিতপুর ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা বুধনা হেমব্রম বয়স ৬৫ বছর অবসাদ গ্রস্থ হয়ে আলিপুরদুয়ার জংশন নর্থ পয়েন্ট এলাকায় রেললাইনের ধারে সুইসাইড করার উদ্দেশ্যে যায়। সেখানে ওই এলাকার স্থানীয় লোকদের সন্দেহ হওয়ায় তারা আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি উত্তর জিতপুর ডাঙ্গাপাড়া এলাকায়।পরবর্তীতে সেখান থেকে তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে গিয়ে তার ছেলে সোম হেমব্রম এবং মেয়ে মালতি মারান্ডির হাতে তুলে দেয়। পুলিশের এই কাজকে সাধুবাদ জানালেন বুধনা হেমব্রম এর পরিবারের লোকেরা।
0 মন্তব্যসমূহ