আসাম সীমানার সংকোশ নদীতে ধরা পড়ল ৮৫ কেজি ওজনের বাঘা আইড় মাছ 

 আলিপুরদুয়ার: জামাই ষষ্ঠীর আগের দিন ,সংকোশ নদীতে মাছ মারতে গিয়ে জেলে দের হাতে ধরা পরল,৮৫কেজি ওজনের বাঘা আইড় মাছ। বিরাট আকার মাছ দেখতে নদীর তীরে ভিড় জমান উৎসুক জনতা। শনিবার বিকালে শংকোষ নদীর ঘোলা জলে, ধরা পড়ে এই মাছ। জানাযায়, বেশ কয়েকদিন ধরেই ৪২ কেজি, ৩২ কেজি, ৪০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছিল সংকোশ নদীর ঘোলা জলে। শনিবার মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলে আবু বক্কর সিদ্দিকীর জালে আচমকাই এক বিরাট আকার বাঘা আইড় মাছ ধরা পড়ে নদীতে। ঘটনা চাউর হতেই মাছ দেখতে ভিড় জমান উৎসুক জনতা। পরবর্তীতে, ধুবরী জেলার এক মাছ বিক্রেতা খবর পেয়ে এসে নদী থেকেই ৪৮ হাজার টাকা দিয়ে গোটা মাছটিই কিনে নেন।আগামীকাল জামাই ষষ্ঠী উপলক্ষে অসমের ধুবরী জেলার মাছ বাজারে সেই বিশাল আকার মাছ টি বিক্রি হবে বলে জানা যায়।