জেলার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি অঞ্চলের দুর্বাগছ এলাকার বাসিন্দা ছিলেন মালতি সরকার। শ্মশান যাত্রীদের মধ্যে কেউ কেউ বলেন 104 বছর তার বয়স 112 কেউ আবার বলেন বয়স ছিল 113 বছর। তবে সেঞ্চুরি তো পার করেছেন। আত্মীয় পরিজন পাড়া-প্রতিবেশী নিয়ে এতদিন সুস্থ সবল ভাবেই সংসার করেছেন। রবিবার বিকেলে তার মৃত্যু হয়।
তার মৃতদেহ নিয়ে স্থানীয় শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়ার সময় লক্ষ করা যায় কির্তনের বদলে সেখানে ডি জে এবং ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে নাচ গান করতে করতে চোখের জলে নয় হাসিমুখেই সে যাত্রায় সামিল হন বহু মানুষ। এমন অভিনব শ্মশান যাত্রা দেখতে গ্রামের বাসিন্দারা ভিড় জমান।
জানা গেছে পরিবারের সম্মতি এবং বৃদ্ধার শেষ ইচ্ছে অনুযায়ী এই ব্যাবস্থার আয়োজন করা হয়েছিল। এমন অভিনব ব্যাপার চাক্ষুষ করতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ।
নাতি পিন্টু সরকার ও ভোলা সরকার বলেন উনার শেষ ইচ্ছা ছিল তার শ্মশান যাত্রায় কেউ যেনো মন খারাপ না করে। তাই এই আয়োজন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ