অগ্নিপথ যোজনার এর মাধ্যমে ভারতীয় সেনায় চাকরির সুযোগ।





ভারতীয় সেনাবাহিনীতে চাকরির করার স্বপ্ন হবে পুরা। যারা সেনাবাহিনীতে কাজ করতে চান তাদের জন্য সুখবর।

এবার দশমশ্রেণী  পাশেই ভারতীয় সামরিক বাহিনীতে চাকরির সুযোগ। ভারত সরকারের অগ্নিপথ যোজনা অনুযায়ী তিন বাহিনীতে  শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক ক্ষমতাতার ভিত্তিতেই চার বছর ও তারও বেশি দিনের জন্য নিয়োগ করা হবে 'অগ্নিবীর'-দের।

কারা 'অগ্নিবীর' হতে পারবেন?

ভারতীয় মহিলা এবং পুরুষ।


শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে:

দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ ছাত্র-ছাত্রী, বা দশম দ্বাদশ সমতুল্য ছাত্র-ছাত্রীরা

বয়স: ১৭ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে।

চাকরির সময়সীমা? 

চার বছর।যে 'অগ্নিবীর'-দের নিয়োগ করা হবে, তাঁদের মধ্যে সর্বাধিক ২৫ শতাংশ প্রার্থী পরবর্তীতে বাহিনীতে থাকবেন।


 

মাসিক বেতন কত হতে পারে?

বছরভিত্তিক বেতন হবে

১) প্রথম বছর: মাসিক বেতন ৩০,০০০ টাকা। হাতে পাবেন ২১,০০০ টাকা। ৩০ শতাংশ অর্থ (৯,০০০ টাকা) সংশ্লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। সঙ্গে ৯,০০০ টাকা দেবে ভারত সরকার।


২) দ্বিতীয় বছর: মাসিক বেতন ৩৩,০০০ টাকা। হাতে পাবেন ২৩,১০০ টাকা। ৯,৯০০ টাকা সংশ্লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। সঙ্গে ৯,৯০০ টাকা দেবে ভারত সরকার।



৩) তৃতীয় বছর: মাসিক বেতন ৩৬,৫০০ টাকা। হাতে পাবেন ২৫,৫৮০ টাকা। ১০,৯৫০ টাকা সংশ্লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। সঙ্গে ১০,৯৫০ টাকা দেবে ভারত সরকার।


) চতুর্থ বছর: মাসিক বেতন ৪০,০০০ টাকা। হাতে পাবেন ২৮,০০০ টাকা। ১২,০০০ টাকা সংশ্লিষ্ট 'অগ্নিবীর'-র তহবিলে জমা পড়বে। সঙ্গে ১২,০০০ টাকা দেবে ভারত সরকার।

চাকরি করা অবস্থায় যদি কোন অগ্নিবীরদের মৃত্যু ঘটে তাহলে তার পরিবার 48 লাখ টাকা পাবেন।

চার বছর চাকরির পর সেবা নিধি প্যাকেজ'-র আওতায় ১১.৭১ লাখ টাকা মিলবে। যার আয়কর দিতে হবে না। 


ভবিষ্যতে ব্যাংক থেকে লোন নেওয়ার সুযোগ পাবেন অগ্নিবীরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ