আলিপুরদুয়ারের জয়ন্তী নদীতে হারপা বানে ভেসে মৃত্যু এস এস বি জওয়ানের:


আলিপুরদুয়ারঃ খরস্রোতা  জয়ন্তী নদী পার হতে গিয়ে হরপা বানে ভেসে গেলেন এক এসএসবি জওয়ান। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার  জয়ন্তী এলাকার। এরপর জওয়ানকে উদ্ধার করে  লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত জওয়ানের নাম বিজেন্দ্রর সিং, তিনি এসএসবি ৩৪ ব্যাটালিয়নে কনস্টেবল পদে ভুটিয়াবস্তিতে কর্মরত ছিলেন। বিজেন্দ্রর উত্তর প্রদেশের বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্র খবর, 'এদিন বিকেলে এসএসবি কনস্টেবল বিজেন্দ্রর সিং ও তার দুই সঙ্গী কিছু সামগ্রী আনতে ভুটিয়াবস্তি থেকে জয়ন্তী নদী পার করে জয়ন্তীর দিকে যাচ্ছিলেন, সেই সময়ই নদীতে হরপা বানের প্রবল স্রোতে তিনজন জওয়ানই ভেসে যান। তাদের ভেসে যেতে বাকি জওয়ানরা তৎক্ষণাৎ তাদের উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েন তবে, শুধুমাত্র দুজন জওয়ানকেই উদ্ধার করতে পারে সঙ্গী জওয়ানরা। ভেসে যান এসএসবি কনস্টেবল বিজেন্দ্রর সিং। এরপর ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে তাকে উদ্ধার করে, হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'