আলিপুরদুয়ারঃ ৪৮ ঘণ্টা পর আলিপুরদুয়ার জেলার শিলবাড়িহাট ঘাটপাড় এলাকা থেকে লেপার্ডকে খাঁচাবন্দী করতে সক্ষম হল বনদপ্তর। গত রবিবার আলিপুরদুয়ার জেলার শিলবাড়িহাট ঘাটপাড় এলাকায় লোকালয়ে প্রবেশ করে লেপার্ড। লোকালয়ে প্রবেশ করে লেপার্ড গ্ৰামে বাসিন্দা দের উপর আক্রমণ চালায় । লেপার্ডের আক্রমণে জখম হয় মোট দশ জন। বনদপ্তর থেকে শত চেষ্টার পর ও লেপার্ডটিকে রবিবার খাঁচাবন্দী করা সম্ভব হয়নি। গতকাল ও ঘাটপাড় এলাকায় বনদপ্তরের জলদাপাড়া বনবিভাগের পক্ষ থেকে খাঁচা বসানো হয় এবং জাল বিছানো হয় । লেপার্ডকে খাঁচাবন্দী করার জন‍্য চেষ্টা চালানো হয় । কিন্ত লেপার্ডের দেখা মিলেনি। 
মঙ্গলবার দুফুরে ঘাটপাড় এলাকায় একটি সুপারি গাছে উপরে লেপার্ডটিকে দেখতে পায় গ্ৰামবাসীরা । পরবর্তীতে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে লেপার্ডটিকে কাবু করে খাঁচাবন্দী করতে সক্ষম হয় । প্রায় ৪৮ ঘণ্টা পর লেপার্ডটিকে খাঁচাবন্দী করতে পেরে স্বঃস্তির নিঃশ্বাস ফেলেছে গ্ৰামবাসী থেকে শুরু করে বনদপ্তরের কর্তারা।