রবিবার আলিপুরদুয়ার পথের সাথী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে , আলিপুরদুয়ার জংশন DRM চৌপথীতে সচেতনতামূলক প্রচার শিশুদের নিয়ে ও আলিপুরদুয়ার জংশন রেলওয়ে বাজার ব্যবসায়ী সমিতিকে প্লাস্টিক বর্জনের জন্য ডেপুটেশন প্রদান বিশ্ব প্লাস্টিক ব্যাগ বর্জন দিবসে না বলুন প্লাস্টিককে সামনে ভয়ঙ্কর বিপদ❌                           
            বর্তমানে প্লাস্টিক পরিবেশের অন্যতম শত্রু। প্লাস্টিক সারা বিশ্বকে রীতিমত ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে। প্লাস্টিক ব্যবহারের সাথে মানুষ এতটাই জড়িয়ে রয়েছে, যার কারণে মাছ বাজারে কিংবা সবজি বাজারে অনেকে প্লাস্টিকের বিকল্প কিছু ভাবতেই পারেন না । অথচ একটু ভাবলে এর বহু বিকল্প রয়েছে। প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব এবং তার থেকে পৃথিবীকে বাঁচাতে বিশ্ববাসীকে সচেতন করার উদ্দেশ্যে 
         বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৫ ট্রিলিয়ন প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়। একটি সমীক্ষা অনুযায়ী, একজন ব্যক্তি প্রতিবছর গড়ে প্রায় ৭০০টিরও বেশি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করেন। বারংবার নানান ধরনের আন্তর্জাতিক আলোচনায় বিশ্বব্যাপী প্লাস্টিক নিষেধাজ্ঞার প্রসঙ্গ উঠেছে। বিশ্বজুড়ে প্রতি মিনিটে প্রায় ২ মিলিয়নের বেশি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয় যার অধিকাংশ ফেলে দেওয়া হয় আর রিসাইকেল করা হয় মাত্র ১% এরও কম। সমীক্ষার তথ্য অনুযায়ী, প্লাস্টিক ব্যাগ গড়ে ব্যবহার করা হয় মাত্র ১২ মিনিটের জন্য।

আর যার কারণে প্রতিবছর গড়ে প্রায় ১০ হাজার সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয় । হিসাব অনুযায়ী, প্রায় এক মিলিয়ন সামুদ্রিক প্রাণী মারা যায় শুধুমাত্র প্লাস্টিক দূষণের কারণে। তাই পৃথিবীকে সুস্থ রাখতে এবং আপনার চারপাশের পরিবেশকে সুন্দর রাখতে প্লাস্টিককে না বলে দিন। ইতিমধ্যেই আমাদের দেশে সরকারি পক্ষ থেকে প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে নানা নিষেধাজ্ঞা আনা হয়েছে। এমনকি সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার করলে জরিমানা হতে পারে। প্লাস্টিক হল মানব সভ্যতার ভবিষ্যতের কালো ছায়া। এর থেকে যত দূরে থাকা যাবে ততই ভালো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি সুব্রত মজুমদার ,সম্পাদক মিঠুন রায় সহ-সম্পাদক রাজু বর্মণ ও অনিল কুমার ঝাঁ সহ আরো অনেকেই‌।