ভাটিখানা বন্ধের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের:-



আলিপুরদুয়ার:- শনিবার রাতে আলিপুরদুয়ারের নর্থ পয়েন্টে মদ্যপ বাইক চালকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই এলাকার ভাটিখানা বন্ধের দাবিতে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা ।তাদের দাবি শহরের বিভিন্ন এলাকা থেকে ছেলে এবং কিছু মেয়ে এখানে এসে রাস্তায় অবাধে প্রকাশ্যে মদ্যপান করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। রাস্তা দিয়ে কেউ গেলে তাকে কটুক্তিও করে, যার ফলে এলাকার মহিলারা সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে না।টিউশনি পরে ওই এলাকা দিয়ে মেয়েরা বাড়ি ফিরতে ভয় পায়। মদ্যপদের বাইকের ধাক্কায় মাঝে মধ্যেই আহত হয় স্থানীয়রা।। তাই স্থানীয়রা পথে নামে ।স্থানীয়দের বক্তব্য এই বিষয় নিয়ে একাধিকবার মদের দোকানের মালিক কে জানালেও তারা বিষয়টি পাত্তা দেয় নি। তাই এদিন তারা মদের ভাটি বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান এবং দোকান বন্ধও করে দেন। আর যদি দোকান খুলে মদ বিক্রির চেষ্টা করা হয় তাহলে দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে বলে জানান তারা।স্থানীয়দের বক্তব্য ,কি করে এই রকম পাড়ার ভেতরে ভাটিখানা চলতে পারে।এলাকার পরিবেশ দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ পৌঁছে চার মদ্যপ কে আটকও করে।