আলিপুরদুয়ারে অনুষ্ঠিত হলো বিশ্ব সর্প সচেতনতা দিবস।
সাপ কামড়ালে ওঝা নয় হাসপাতাল, এই স্লোগানকে সামনে রেখে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস High স্কুলে পালন করলেন বিশ্ব সর্প সচেতনতা দিবস। এদিন সংস্থার মুখপাত্র কৌশিক দে বলেন সামনেই বর্ষাকাল, আর এই বর্ষাকালে সাপ কামরের প্রবণতা বেশি দেখা যায়। কিন্তু কিছু মানুষ অজান্তেই ওঝার কাছে গিয়ে নিজের মূল্যবান সময় কে নষ্ট করে , অবশেষে ঘটে মৃত্যু। সময় মত হাসপাতালে নিয়ে গেলে যাকে বাঁচানো যেত সেই সুযোগ টাকেও তারা হারিয়ে ফেলে। আজ16 ই জুলাই বিশ্ব সর্প সচেতনতা দিবস এই দিনটি থেকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিভিন্ন জায়গার সাধারণ মানুষকে সচেতন করতে সর্প সচেতনতা শিবির।
তিনি আরো বলেন সাপ প্রকৃতির বন্ধু, তাই সাপ কে হত্যা করবেন না তাকে বাঁচতে দিন। প্রকৃতিতে সাপের অবদান অসীম।
এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতির্ময় রায়, সন্তু দে, ইতি সরকার, নন্দদুলাল সরকার সহ অন্যান্যরা ।
0 মন্তব্যসমূহ