A worker was seriously injured by a train while working on electric overhead on the railway line.


রেললাইনে ইলেকট্রিক ওভারহেডের কাজে কর্মরত অবস্থায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহতহন এক শ্রমি।

উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগের অন্তর্গত মালবাজার স্টেশনের কাছে ডামডিম এলাকায় রেললাইনের ইলেকট্রিক ওভারহেডের কাজে কর্মরত অবস্থায় শিয়ালদা আলিপুরদুয়ার জংশন আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন এক শ্রমিক।তড়িঘড়ি কর্মরত অন্যান্য শ্রমিকরা ওই শ্রমিকে মালবাজার হাসপাতালে নিয়ে যায় বলে জানাযায়।ঘটনাস্থলে ট্রেন থামিয়ে দাওয়া হয়। প্রায় ১৫ মিনিট ট্রেন থামিয়ে রাখা হয় বলে জানাজায়।এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ