আলিপুরদুয়ার:-আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গাড়োপাড়া রেল স্টেশনে শিলিগুড়িগামী ট্রেনের স্টপেজের দাবিতে সরব হলো এলাকার বাসিন্দারা।বর্তমানে গাড়োপাড়া রেলস্টেশনে একটি মাত্র ইণ্টারসিটি ট্রেনের স্টপেজ রয়েছে।
লকডাউনের আগে শিলিগুড়িগামী প্যাসেঞ্জার,ইন্টারসিটি ও ডেমু ট্রেনের স্টপেজ ছিল গাড়োপাড়া রেল স্টেশনে। কিন্ত লকডাউনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শুধুমাত্র একটি ট্রেনের স্টপেজ,বাকি ট্রেনের স্টপেজ নেই।আর এর ফলে সমস্যায় পড়েছে গাড়োপাড়া ও তার আশেপাশের এলাকার বাসিন্দারা।গাড়োপাড়া সংলগ্ন বেশ কয়েকটি চা বাগান রয়েছে আটিয়াবাড়ি,রাজাভাত খাওয়া,গাঙ্গুটিয়া এই সমস্ত এলাকার বাসিন্দাদের বিশেষ করে পড়ুয়াদের পড়তে যেতে সমস্যায় পড়তে হয়।কেননা এলাকার পড়ুয়ারা অনেকেই আলিপুরদুয়ার,হাসিমারা,বীরপাড়া,বিন্নাগুড়ি পড়াশোনা করতে যায় আর তাদের যাতায়াতের মাধ্যম ছিল ট্রেন।কিন্ত বর্তমানে ট্রেনের স্টপেজ না থাকায় খুবই সমস্যা হচ্ছে ।এছাড়া এলাকার বাসিন্দাদের ও সমস্যা হচ্ছে তাদের ও বিভিন্ন কাজে শিলিগুড়ি যেতে হয়।বর্তমানে ১৫ কিমি দুরে কালচিনি স্টেশনে এসে তাদের ট্রেন ধরতে হয়।
এলাকার বাসিন্দারা জানান আমাদের দাবি পূর্বে যেমন এই স্টেশনে তিনটি ট্রেনের স্টপেজ ছিল সেই তিনটি ট্রেনের স্টপেজ হয়ে গেলে আমাদের যাতায়াতের সমস্যা দূর হবে।
0 মন্তব্যসমূহ