তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ‍্যে, পঞ্চায়েত বোর্ড গঠন স্থগিত

তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ‍্যে, পঞ্চায়েত বোর্ড গঠন স্থগিত


আলিপুরদুয়ার:-তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে বোর্ড গঠন স্থগিত রাখা হল আলিপুরদুয়ার জেলার জয়ঁগা ১ নং গ্ৰাম পঞ্চায়েতে ।

জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে শুক্রবার তুলকালাম পরিস্থিতি দেখা গেল। বাধ‍্য হয়ে বোর্ড গঠন স্থগিত করে দিলেন প্রশাসন। যদি বিডিও ফোনে জানান প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে যাওয়ার বোর্ড গঠন স্থগিত করা হয়। 


জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েত শুক্রবার বোর্ড গঠনের দিন।প্রথমেই নির্ধারিত সময়ের থেকে অনেকটা দেরিতে শুরু হয় বোর্ড গঠন প্রক্রিয়া।জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েতে মোট আসন 30 তারমধ্যে তৃণমুল 19 টি ও বিজেপি 11 টি আসনে জয়ী হয়েছে ।প্রধান হিসেবে দলের পক্ষ থেকে খামে নাম এসেছিল পেমা লামার। বোর্ড গঠনের সময় তৃণমূলের দলনেতা প্রেমা লামা প্রস্তাব করে ।

পেমা লামা জানিয়েছেন তৃণমূলের ," 19 জনের মধ‍্যে 14 জন আমার সঙ্গে আছে।তৃণমুলের বিদায়ী প্রধান কমল পাখরিন সহ আরও চারজন তৃণমুল পঞ্চায়েত সদস‍্য আমার সঙ্গে নেই।ওরা বিজেপির তিন জনেয় পঞ্চায়েত সদস‍্যের সঙ্গে জোট বেঁধেছে।প্রধানের নামের খাম খোলার সঙ্গে সঙ্গে বিক্ষোভ দেখাচ্ছিল তারা।জানিয়ে দিয়েছিল দলের নির্দেশ মানব না।" প্রেমা লামা জানান কালচিনি বিডিও তৃণমূলের কমল পাখরিন এর পক্ষে ছিলেন কিন্ত আমরা প্রতিবাদ করলে বোর্ড গঠন স্থগিত হয় । প্রেমা লামা সহ তৃণমূলের অন‍্যান‍্য সদস্যরা জানান আমরা দলের সিদ্ধান্তে বাইরে যাবোনা দল যার নাম প্রধান হিসেবে ঠিক করেছে সেটাই হবে। কিন্ত তৃণমূলের পাঁচজন পঞ্চায়েত সদস্য দলের সিদ্ধান্ত মানছেনা তারা দল বিরোধী কাজ করছে। 

যদি ও এই বিষয়ে তৃণমূলের জেলা নেতা গঙ্গাপ্রসাদ শর্মা জানান বিষয়টি জেলা দলের শীর্ষ নেতৃত্বকে ও জেলা সভাপতিকে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ