টাউন ব্লকের সভাপতি শুভব্রত দে বলেন, বিজেপি সরকার শুধু ভাঁওতা দিচ্ছে আর এই লোকগুলোকে হয়রানি করছে।ফালাকাটার বিধায়ক বিজেপির, সাংসদ বিজেপির তবুও তারা কোন কাজ করছে না।এখান থেকে নির্মাণকারী সংস্থা কাজ ছেড়ে দিয়ে চলে গেছে এই বিজেপির তোলাবাজদের অত্যাচারে।আমদের
রাস্তা দ্রুত সারাইয়ের দাবিতে এই দিনের এই অনশন কর্মসূচি।আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো।
0 মন্তব্যসমূহ