বক্সার বন বস্তি সরানো নিয়ে কেন্দ্রের দিকে আঙ্গুল তুললেন বনমন্ত্রী


বক্সার বন বস্তি সরানো নিয়ে কেন্দ্রের দিকে আঙ্গুল তুললেন বনমন্ত্রী :-


আলিপুরদুয়ার-কেন্দ্রীয় সরকার রাজ্য বনদফতরের প্রতি বঞ্চনা করছে, অর্থ না দেওয়ার দরুন বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকার থাকা বন বস্তি গুলোর বাসিন্দাদের স্থানান্তরিত করা যাচ্ছে না, তাদের পূর্নবাসন করা যাচ্ছেনা এবং এরফলে বক্সাতে বাঘ আনার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, আলিপুরদুয়ারে ফরেস্ট রেঞ্জ অফিসারের সম্মেলনে এসে এ কথা জানান রাজ্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এ বিষয়ে উল্লেখ্য, বক্সাতে বাঘ আনবে বলে বক্সায় জঙ্গলে ১৯ টি বনবস্তিকে অন্যত্র স্থানান্তর করা হবে। ইতিমধ্যেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঘেরা গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তি মানুষের সাথে এ নিয়ে ইতিমধ্যেই চুক্তি হয়েছে বনদফতরের।এছাড়া আরো সাতটি বনবস্তির সাথেও কথা হয়েছে।এরজন্য এই সমস্ত বনবস্তির সকল প্রাপ্ত বয়স্কদের ১৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।তবে বনমন্ত্রী অভিযোগ করেন, 'কেন্দ্র সরকার রাজ্যের বনদফতরের প্রতি বঞ্চনা করছে এবং এখনও টাকা দিচ্ছে না। এর কারনে বনবস্তির বাসিন্দাদের অন্যত্র স্থানান্তর করা যাচ্ছে না। এবং বাঘ আনতে বিলম্ব হচ্ছে। কেননা ১৯ টি বনবস্তিকে স্থানান্তরিত করা না গেলে বাঘ আনা যাবেনা ।এর পাশাপাশি তিনি কোচবিহারের পাতলা খাওয়া তে গাণ্ডারের দ্বিতীয় আবাসস্থল দ্রুত তৈরী হবে বলেও জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ