ফের একবার বক্সার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়েল বেঙ্গল টাইগারের ছবি। সম্প্রতি বক্সার জঙ্গলের পশ্চিম বিভাগের পানা রেঞ্জের জঙ্গলে এই রয়েল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছে। বন দফতর শুক্রবার সেই ছবি প্রকাশ করলেন।
ছবিতে দেখা যাচ্ছে, একটি পূর্ণবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগার জঙ্গলের মধ্যে হাঁটছে। টাইগারের গায়ে গাঢ় বাদামি রঙের ডোরাকাটা রয়েছে।
0 মন্তব্যসমূহ