পুরুষদের অধিকার বিষয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন।


পশ্চিমবঙ্গের বিশিষ্ট পুরুষ অধিকার সংগঠন সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চার পক্ষ থেকে আজ শুক্রবার, 29 ডিসেম্বর, 2023,  আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট, আলিপুরদুয়ার জেলা শাসক এবং আলিপুরদুয়ার সদর থাকার দায়িত্ব প্রাপ্ত আধিকারিকের কাছে পুরুষ অধিকার বিষয়ক বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত ডেপুটেশন প্রদান করা হয় । ডেপুটেশনে উল্লিখিত বিভিন্ন বিষয় নিয়ে সংগঠনের প্রতিনিধিদের সাথে এদিন পুলিশ সুপারিনটেনডেন্ট দপ্তর, জেলা শাসকের দপ্তর ও আলিপুরদুয়ার থানার আধিকারিকদের সাথে বিস্তারিত আলোচনা হয় ও সংশ্লিষ্ট আধিকারিকদের পক্ষ থেকে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয় । উক্ত ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোলকাতা থেকে আগত সংগঠনের প্রতিষ্ঠাতা তথা রাজ্য সভাপতি শ্রী উত্তরণ পাঠক, রাজ্য কার্যকরী সভাপতি ও কোলকাতা হাই কোর্টের অ্যাডভোকেট শ্রী সমৃদ্ধ দেব, সদস্যা ও অ্যাডভোকেট শ্রীমতি বৃষ্টি সমাদ্দার, সংগঠনের উত্তরবঙ্গ শাখার সভাপতি শ্রী বিশ্বনাথ দত্ত, সেক্রেটারি শ্রী অভিজিৎ সরকার, শ্রী মৃত্যুঞ্জয় সাহা, শ্রী মিঠুন বর্মন এবং কমিউনিটি হিউম্যান রাইটস এর চেয়ারপারসন ডক্টর সুকুমার ঘোষ প্রমুখ । এদিন ডেপুটেশন প্রদানের পর সংগঠনের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে সাংবাদিক ও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে এদিনের কর্মসূচির বিষয়ে বিস্তারিত বিবৃতি দেওয়া হয় । কর্মসূচি চলাকালীন সংগঠনের রাজ্য সভাপতি, রাজ্য কার্যকরী সভাপতি ও উত্তরবঙ্গ শাখার সভাপতি প্রমুখের বক্তব্যে সংগঠনের পক্ষ থেকে যে সকল মুখ্য দাবি দাওয়া গুলো তুলে ধরা হয় সেগুলি হলো :- 
১. ভারতবর্ষে পুরুষ কমিশন গঠন ।
২. ভারতবর্ষের সকল আইন সম্পূর্ণভাবে লিঙ্গ নিরপেক্ষ করা ।
৩. খোরপোষ আইনের অপব্যবহার রোধ করা । ৪. পুরুষদের গার্হস্থ্য হিংসা প্রতিরোধ আইনের সুরক্ষার অধীনে আনা ।
৫. নারীকেন্দ্রিক আইনের অপব্যবহার রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা ।
৬. বালক ও পুরুষদের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে উপযুক্ত প্রকল্প ও যোজনা প্রণয়ন করা । এদিনের কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে পুরুষ অধিকার রক্ষায় ও পুরুষদের প্রতি বঞ্চনা ও নিগ্রহ নিবারণে নিরন্তর কর্মসূচি ও সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ