বুদ্ধগয়ায় বিশেষ বৌদ্ধ পূজায় যোগ দিতে ভুটান থেকে যাচ্ছেন তীর্থযাত্রীরা।


আলিপুরদুয়ার: বুদ্ধগয়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশেষ পুজোয় উপস্থিত হতে ভুটান থেকে পুণ‍্যার্থীরা যাচ্ছেন।জয়গাঁর থেকেও বাসে চেপে পুণ‍্যার্থীরা যাচ্ছেন পুজোয় উপস্থিত হতে।


আগামী ৩০ ডিসেম্বর বুদ্ধগয়ায় এই পুজোটি আয়োজিত হবে।পুজোটি চলবে পাঁচদিন।জয়গাঁ কুনপেন জংপা মঠের পক্ষ থেকে পুণ‍্যার্থীদের নিয়ে যাওয়ার ব‍্যবস্থা করা হয়েছে। প্রতিবছর ডিসেম্বরের শেষে এই পুজোটি হয়ে থাকে বিশ্ব শান্তির উদ্দেশ্যে।এই বিষয়ে জয়গাঁ কুনপেন জংপার পক্ষ থেকে জানা যায়,ভুটানের ফুন্টশোলিং শহর থেকে প্রায় দেড়শ জন পুণ‍্যার্থী যাচ্ছেন।সবমিলিয়ে পাঁচশ জনকে নিয়ে যাওয়া হচ্ছে।

ভুটানের পুণ‍্যার্থী ফুনশিং ওয়াংচুক জানান,"জয়গাঁর থেকে ফুন্টশোলিং শহরের দুরত্ব বেশি নয়।আমাদের কাছে খবর যায়।তারপর আমরা সকলের সঙ্গে কথা বলে দেড়শ জন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।আগামী বছরে আরও পুণ‍্যার্থী নিয়ে যেতে পারব।"

বিশ্বশান্তি পুজোয় শান্তির কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।বৌদ্ধ সন্ন‍্যাসীরা সকাল থেকে বিকেল পর্যন্ত মন্ত্রোচ্চারণ করতে থাকেন।বৌদ্ধ গুম্ফা পাঁচদিন প্রদক্ষিণ করে থাকেন পুণ‍্যার্থীরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ