পাঁচ কোটি টাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করে কথা রাখল পুরসভা :-

আলিপুরদুয়ার:-

কথা দিয়ে কথা রাখল তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার পুরসভা। পুর ভোটে শহর কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে শহরবাসী কে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করার কথা দিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। রবিবার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শেষ পর্যন্ত চালু হলো আলিপুরদুয়ারের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প।রীতিমতো ঘটা করে শহরের বাইরে মাঝের ডাবরি এলাকায় চালু হলো এই প্রকল্প। এই প্রকল্প উদ্ভধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক, এস.জে.ডি.এ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ একঝাঁক কাউন্সিলর। দীর্ঘদিন ধরে শহরবাসীর এই দাবি ছিল। ২০২১ সাল থেকে সেই দাবি জোরদার হয় । শেষ পর্যন্ত ২০২১ সালের পৌরসভা নির্বাচনে এক ভাবে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।রাজনৈতিক বিশ্লেষকদের মতে,লোকসভা নির্বাচনের পূর্বে এই প্রকল্প চালু হওয়ায় শহরের অনেকাংশেই মাটি শক্ত হলো রাজ্যের শাসক দলের।