কোচ রেস্টুরেন্টের উদ্বোধনের পর এবার রাস্ট্রের প্রতি উৎসর্গীকরণ করলেন প্রধানমন্ত্রী। রাজাভাত খাওয়া স্টেশন সংলগ্ন কোচ রেস্তোরাঁর :-
আলিপুরদুয়ার:-
আলিপুরদুয়ারের পর্যটন স্থল রাজা ভাতখাওয়া স্টেশন সংলগ্ন অত্যাধুনিক কোচ রেস্তোরার উৎসর্গীকরন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কোচ রেস্তোরার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আলিপুরদুয়ারের পর্যটন স্থল রাজাভাতখাওয়া।এই রাজাভাতখাওয়া রেওলয়ে ষ্টেশনে প্রচুর পর্যটক এসে থাকেন।আলিপুরদুয়ারের জেলার পর্যটন স্থল রাজাভাতখাওয়া, জয়ন্তী, বক্সাকে কেন্দ্র করেই হাজার হাজার পর্যটকরা আসেন। পর্যটকদের কথা চিন্তা করেই রেলের পক্ষ থেকে পর্যটকদের আকর্ষনীয় করতে রেলের পক্ষ থেকে রাজা ভাতখাওয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই কোচ রেস্তোরা করা হয়।রাজাভাতখাওয়া ষ্টেশনের সামনে বিরাট এলাকা জুড়েই এই রেলকোচ রেস্তোরা করা হয়।
জানাযায় ২০২৩ সালের ৯ই নভেম্বর রাজা ভাতখাওয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এই ফ্লেভার অফ ডুয়ার্স কোচ রেস্তোরা নামে এই রেস্তোরাঁটির উদ্বোধন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগের বিভাগীয় প্রবন্ধক অমর জিৎ গৌতম, সাথে উপস্থিত ছিলেন ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অঙ্কিত গুপ্তা। তবে উদ্বোধনের পর এবার এই রেস্তোরাঁটির উৎসর্গীকরন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এদিন উপস্থিত ছিলেন কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা, এন এফ রেলওয়ে আলিপুরদুয়ার জংশন ডিভিশনের ডি এফ এম রাজীব চৌধুরী সহ অন্যান্যরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথি কালচিনির বিধায়ক বিশাল লামা জানান, আজ নরেন্দ্র মোদী এই রেস্টুরেন্ট রাস্ট্রের প্রতি উৎসর্গীকরন করলেন।কোচ রেস্টুরেন্ট পর্যটনস্থলে আকর্ষনের কেন্দ্র বিন্দু হবে। স্থানীয় ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে।অফিসিয়ালি দেশের প্রচুর প্রকল্প একসাথে উদ্বোধন করা হল।
0 মন্তব্যসমূহ