বক্সায় জঙ্গলে ফের ছাড়া হল চিতল হরিণ 

 আলিপুরদুয়ার :-ফের বক্সার জঙ্গলে হরিণ ছাড়া হল। বাঘেদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পূর্ণাঙ্গ ভাবে গড়ে তোলা হচ্ছে বক্সার জঙ্গল কে।আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভে বাঘেদের জন্য ফের আবার জঙ্গলের গভীরে ছাড়া হল চিতল হরিণ। একটা সময়,বক্সায় বাঘ নেই বলে দাবি উঠেছিল ।এর পর বিভিন্ন সময়ে বক্সা বাঘ বনে  বাঘের উপস্থিতি ছবি ও তথ্যর মধ্যে দিয়ে তুলে ধরেছে বন দফতর। এমন কি অসম থেকে বাঘ এনে ছাড়ার কথাও চলছিল এখানে। তাই বাঘেদের খাদ্য ভান্ডার তৈরী করতে ইতিমধ্যেই বেশ কয়েক দফায় কয়েকশো চিতল হরিণ ছাড়া হয়েছে এই বাঘ বনে।

শনিবার রাতে বন আধিকারিক এবং পশু চিকিৎসকদের  উপস্থিতিতে মোট ৯০ টি চিতল হরিণ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।জানা গেছে এই চিতল হরিণগুলিকে বর্ধমান জেলার অন্তর্গত রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বক্সায় নিয়ে আসা হয়েছে।

গত মাস থেকে এখন পর্যন্ত দফায় দফায় কয়েকশো হরিণ বক্সার জঙ্গলে  ছাড়া হল।জঙ্গলের বাঘেদের থাকার অনুকুল পরিবেশ গড়ে তুলতে বদ্ধ পরিকর বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্তা ও কর্মীরা।ফের বনে ছাড়া হল স্পটেড ডিয়ার। বন কর্তা এবং পশু চিকিৎসকদের উপস্থিতিতে গভীর রাতে ছাড়া হয় হরিণগুলি।এই স্পটেড হরিণগুলিকে বর্ধমান জেলার অন্তর্গত রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে স্থানান্তরিত করা হয়েছে।