আলিপুরদুয়ার:-
আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি গামী ইন্টারসিটি এক্সপ্রেসে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভার মধ্যে ৬টি বিধানসভার বাসিন্দারাই যাতায়াত করেন।যার কারণে বুধবার ভোট প্রচারের জন্য ওই ট্রেনকেই বেছে নিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা।
এদিন বীরপাড়ার দলগাঁও স্টেশন থেকে ট্রেনে চেপে নাগরাকাটা পর্যন্ত যান প্রার্থী মনোজ টিজ্ঞা।ট্রেনের প্রতিটি বগির যাত্রীদের সঙ্গে দেখা করে ভোট প্রচার সারেন তিনি।নাগরাকাটা স্টেশনে পৌঁছে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দেন মনোজ। তাঁর সঙ্গে ছিলেন অন্য বিজেপি কর্মীরা।
প্রচারের জন্য ট্রেন যাত্রা কেন? মনোজ টিজ্ঞা জানান, লোকসভা নির্বাচনী প্রচারে প্রতিটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি পর্যন্ত ইন্টারসিটি ট্রেনে তাঁর নির্বাচনি ৭টি বিধানসভার মধ্যে ৬টি বিধানসভা কেন্দ্রের বাসিন্দারাই যাতায়াত করেন। ছাত্র, যুব, মহিলা, ব্যবসায়ী, চা শ্রমিক প্রত্যেকে তাতে থাকেন।আলিপুরদুয়ার, ফালাকাটা, কুমারগ্রাম,কালচিনি, মাদারিহাট, নাগরাকাটা বিধানসভার বাসিন্দারাই হলেন এই ইন্টারসিটি ট্রেনের যাত্রী।সেই কারণেই এদিন এই কর্মসূচি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
0 মন্তব্যসমূহ