রিক্স নিয়েই আলিপুরদুয়ারে ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করতে এসেছেন মুখ্যমন্ত্রী:- 


আলিপুরদুয়ার:-

আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের দক্ষিণ কামসিং পূর্ব পাড়া ও ঘরঘড়িয়া তপসিখাতা সহ বিভিন্ন এলাকায় গতকালের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে এলাকার অনেক কৃষকের জমির ফসল নষ্ট হয়েছে বিঘার পর বিঘা ভুট্টা নষ্ট হয়েছে। 
প্রচুর বাসিন্দার ঘড়বাড়ি ক্ষতি হয়েছে অনেকে বর্তমান গৃহহীন। বর্তমানে কোথায় থাকবে এই নিয়ে চিন্তায় বাসিন্দারা।কয়েকশো বাসিন্দা বর্তমানে গৃহহীন। বর্তমানে তারা নিঃস্ব। অনেকে জানান কাল থেকে খাওয়া নেই।সোমবার তাদের সাথে দেখা করতে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাদের সাথে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান আমি এখানে এসে মা ভাই বোনেদের সাথে কথা বললাম অনেক বাচ্চাও আছে, মহিলারাও আছে, ভাইরাও আছে তাদের সবার সাথে দেখা করলাম। এবং সকলের একটাই কথা যে তাদের এখানে সবটাই ভেঙে গেছে সুতরাং এটা আমি প্রশাসনকে বলবো সঠিক উদ্যোগে যেমন রেস্কিউ অপারেশন করেছেন, সঠিক উদ্যোগে তাদের প্রশাসনিক সাহায্য তাদের হাতে তুলে দেবেন এতোটুকুই আপনাদের বলার।সংবাদমাধ্যমকেও ধন্যবাদ৷তাঁদের সহযোগিতার জন্য৷আপনারা সবসময় বঞ্চিতদের পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ ৷"

তিনি আজ একটু রিক্স নিয়েই আলিপুরদুয়ারে এসেছেন বলে জানান মুখ্যমন্ত্রী ৷ বলেন, "আজ যেটা সমস্যা হয়েছে, যে হেলিতে এসেছি, সেটা কলকাতা থেকে ট্র্যাভেল করে এসেছে ৷ ওরা একদিনে তিন ঘণ্টার বেশি ট্র্যাভেল করতে পারে না ৷ তবুও আমি রিস্ক নিয়ে এসেছি, কারণ আমাকে আলিপুরদুয়ার আসতেই হত ৷ আমি দেখা করে গেলাম সবার সঙ্গে ৷"

দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এলাকায় দলের বিধায়ক ও অন্যান্য নেতাদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, আগামিকাল কুমারগ্রামের পরিস্থিতি দেখতে তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠাচ্ছেন ৷তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে কী বলেছেন, এই প্রশ্ন করা হলেও তার জবাব দেননি মুখ্যমন্ত্রী।