মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কুমারগ্রামে মন্ত্রী অরুপ বিশ্বাস:-


আলিপুরদুয়ার:-

আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ঝড় বিধ্বস্ত উত্তর হলদি বাড়ি গ্রামে ক্ষতিগ্রস্তদের কাছে গেলেন মন্ত্রী অরুপ বিশ্বাস।গত রবিবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু বুথে শিলা বৃষ্টিতে ক্ষতি হয়েছে হাজারেরও বেশি বাড়ি ।যারা যেরে বিধ্বস্ত দিনে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিয়েছিল উত্তর হলদিবাড়ি বি এফ পি বিদ্যালয় এবং উত্তর হলদিবাড়ি জলদাপাড়া শিশু শিক্ষা কেন্দ্র নামে এলাকার দুটি বিদ্যালয়ে।বর্তমানে তারা বাড়ি ফিরে গেলেও শিলা বৃষ্টিতে বাড়ির টিনের চাল ফুটো হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বাসের অযোগ্য বাড়িগুলোতে পরিদর্শনে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস।কথা বললেন ক্ষতিগ্রস্তদের সাথে।

এদিন পরিদর্শনে এসে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান এরকম অভিজ্ঞতা আমার ছিল না এভাবে শিলাবৃষ্টিতে ফুটো হয়ে যেতে পারে আমি একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম, দেখলাম এবং আমি ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলছি তারা সবাই সরকারের এবং প্রশাসনের যে দ্রুততা এবং তারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকেই অত্যন্ত খুশি। আমরা তো বারবারই বলছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগেই বলেছেন যে আবাস যোজনার টাকা যদি পেতাম তাহলে মানুষকে এভাবে ক্ষতিগ্রস্ত হতে হতো না। সরকার এবং প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে এবং এখানে মেডিকেল টিমও রয়েছে।

এদিন এলাকার ক্ষতিগ্রস্ত হওয়া স্থানীয় বাসিন্দা অঞ্জনা দাস বলেন মন্ত্রী আসলো শুধু একটি বাড়ি দেখেই বান্ধের চৌপথি উপর দিয়েই দেখে গেল।কিন্তু গ্রামের মানুষদের তো দেখলো না।আমাদের অভিযোগ জানানোর ছিল, আমরা ক্ষতিপূরণ চাইতাম আমাদের তো সুযোগই দিল না। আমাদের অনেকটাই ক্ষতি হয়েছে আমাদের দু-তিনটে ঘরের চাল ফুটো হয়ে গেছে সেখানে মাত্র একটি করে ত্রিপাল পেয়েছি। একটা ত্রিপাল দিয়ে কি হয়?কিছুই হয় না। 

এদিন এলাকার ক্ষতিগ্রস্ত হওয়া স্থানীয় বাসিন্দা বিনদীপ ওরাও জানান আমি বাড়ির ভেতরে ঢুকিয়ে মন্ত্রীকে দেখালাম বড় বড় পাথর পড়ে টিন ফুটো হয়ে গেছে। উনি বললেন ক্ষতিপূরণ দেবো। এখন কোন দিন দেয়, ব্যাংক একাউন্ট আধার কার্ড এর ফটো তুলে নিয়ে গেছে ক্ষতিপূরণ দেবো বলে। এখন কত লেট করে,কয়েকদিন পরেই প্রচুর বৃষ্টি পড়বে যাতে তাড়াতাড়ি ক্ষতিপূরণ দেয় সেটাই আমি চাই। মন্ত্রী এসে ক্ষতিপূরণ দেবে বলে গেছে এতে আমি খুশি।