রেললাইনে হাতির পাল


রেললাইনে হাতির পাল।ফের একবার ব্রেক কষে হাতি গুলির প্রাণ বাঁচিয়ে বাহবা কুড়োলেন ট্রেন চালক:

আলিপুরদুয়ার:-

রবিবার বিকেল পাঁচটা ১৮ মিনিট নাগাদ 75742 ডাউন ধুবড়ি-শিলিগুড়ি ডেমো ট্রেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগের হাসিমারা ও মাদারিহাট মাঝ দিয়ে যাচ্ছিল। হঠাৎ, ট্রেন চালক ভিনয় প্রসাদ ও সহ চালক সুব্রত দেব শর্মা দেখতে পেলেন যে জঙ্গল থেকে বেরিয়ে নয়টি হাতির একটি দল রেললাইন পারাপার করছে।

হাতিটিকে দেখে ট্রেন চালক ও সহ চালক তাৎক্ষণিকভাবে ব্রেক কষেন।ট্রেনটি লাইন থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে যায়।হাতি গুলি রেললাইন পার হতে সক্ষম হয়।

ব্রেক কষে হাতি গুলির প্রাণ বাঁচিয়ে বাহবা কুড়োলেন ট্রেন চালক ভিনয় প্রসাদ এবং সহচালক সুব্রত দেব শর্মা।

ট্রেন চালক ও সহ চালকের এই সাহসিক পদক্ষেপে হাতির জীবন রক্ষা পেয়েছে।ঘটনাটি ট্রেন চালকদের সতর্কতা ও দক্ষতার প্রশংসা করে।

বন দফতর ও বন্যপ্রাণী প্রেমী সংগঠনগুলিও ট্রেন চালকের এই ভূমিকায় সন্তুষ্ট।তারা আশা করে যে এই ঘটনাটি অন্য ট্রেন চালকদেরও অনুপ্রাণিত করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ