Art competition program at Alipurduar

আলিপুরদুয়ার হিন্দি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আর্ট ও কুইজ কম্পেটিশন। এই আর্ট ও কুইজ কম্পিটিশন আয়োজন করেছেন অলিপুদুয়ার সোশ্যাল ক্লাব সংস্থাটি।
আজকের এই  অনুষ্ঠানের  মধ্য দিয়ে শুরু হলো আলিপুরদুয়ার সোশ্যাল ক্লাবের  প্রথম দিনের পথ চলা। সংস্থার তরফ থেকে জানানো হয় প্রায় 180 জনেরও বেশি ছেলে এবং মেয়ে যোগদান করেছেন। আর্ট কম্পেটিশন করানো হয়েছে তিনটি গ্রুপে A,B,C। A গ্রুপ 1থেকে 9 বছর, B গ্রুপ 9 থেকে 12 বছর,C গ্রুপ 12 থেকে 15 বছর। তাছাড়া কুইজ  কম্পেটিশন করানো হয়েছে A,B,C  গ্রুপ কে নিয়ে। 

আর্ট কম্পিটিশনে প্রত্যেকটি গ্রুপ থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়কে বেছে নিয়ে পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।তাছাড়া পাশাপাশি যোগদান করা  সমস্ত বাচ্চাদের সার্টিফিকেট প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ