Book Fair Started In Alipurduar

ডুয়ার্স উৎসবের আনন্দ কাটতে না কাটতেই আলিপুরদুয়ারে শুরু হয়ে গেলবইমেলা। অন্যান্য মেলা গুলির মত বইমেলারও জনপ্রিয়তা বাড়ছে আলিপুরদুয়ারে। এই মেলা শুরু হয় আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাই স্কুল এর মাঠে 11 জানুয়ারি থেকে এবং চলবে 14 ই জানুয়ারি 2020 পর্যন্ত।এবারের সংস্করণ ষষ্ঠতম প্রতি বছর জানুয়ারি মাস করে এখানে বইমেলা শুরু হয়। বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন পাবলিকেশন এখানে তাদের স্টল দিয়েছেন। সাধারণ বড়দের বই  ছাড়াও এখানে পাবেন বাচ্চাদের ছবি আঁকা থেকে বিভিন্ন ধরনের  বই। এখানে প্রতিদিনই ভিড় করছেন বইপ্রেমীরা। আপনিও যদি বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসেন বা আপনার পছন্দের বই খুঁজছেন তাহলে এখানে এসে একবার দেখতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ