Coronavirus First Case In West Bengal

মানুষের কাছে করুণা ভাইরাসের আতঙ্ক যেমন দিনের পর দিন বাড়ছে, তেমনি বাড়ছে  দিনের পর দিন মাক্স এর দাম। যে সাধারণ মাক্স 20-30 টাকার মধ্যে পাওয়া যায় সেই মাক্স এর দাম বেড়ে হয়েছে 120 -150 টাকা। 

মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে চড়া হারে ব্যবসা করছেন আলিপুরদুয়ার জংশন রেলওয়ে বাজারের বিভিন্ন  ব্যবসায়ীরা। আর মাক্স কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষেরা । 

ভয় পাবেন না সুস্থ মানুষে দের মাক্স এর কোন প্রয়োজন নেই। একমাত্র অসুস্থ মানুষ দের মাক্স বেশি প্রয়োজন।তবে ভিড় জায়গায় যাওয়ার সময় মাক্স ব্যবহার করা ভালো ।

যদি মাক্সের একান্ত প্রয়োজন পড়ে তাহলে আপনারা সার্জারি মাক্স ব্যবহার করতে পারেন যার দাম 20-30 টাকা পড়বে।এটা অনলাইনে কিনতে পারেন। যদি কিনতে চান তাহলে এই লিংকে ক্লিক করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ